হার্টবিট ডেস্ক
ডা.আলী ইমরান ফুটবলাঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। গত দুই দশকের বেশি সময় বাংলাদেশের ফুটবলের সঙ্গে জড়িত চিকিৎসক ইমরান। এর স্বীকৃতি পেলেন এবার বাফুফের মেডিকেল কমিটির ডেপুটি চেয়ারম্যান। তৃতীয় এএফসি মেডিক্যাল অ্যাওয়ার্ডস-২০২২ এ সিলভার অ্যাওয়ার্ড পেয়েছেন ইমরান।
ডা.আলী ইমরান পেশাগত জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ইমরান গত দুই দশকে ঘরোয়া ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে অনেক ম্যাচে মেডিকেল অফিসার হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে টিম চিকিৎসক হিসেবে বিদেশ সফর করেছেন।
ফুটবলার ছাড়াও ফুটবলসংশ্লিষ্ট অনেকের চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করেন ইমরান। ফুটবল ফেডারশেন ছাড়াও বাংলাদেশ স্পোর্টস মেডিসিন অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।
আগামী বছর ভারতে এএফসি নারী এশিয়ান কাপ। সেই এশিয়ান কাপ উপলক্ষ্যে একটি কোভিড-১৯ সাব কমিটি করা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান হয়েছে ফিফা,এএফসি সদস্য ও বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সেই কমিটির সদস্য মনোনীত হয়েছেন দেশের ফুটবলের অন্যতম সিনিয়র সংগঠক শওকত আলী খান জাহাঙ্গীর।
Discussion about this post