হার্টবিট ডেস্ক
দেশের চিকিৎসকরা অত বেশি প্রত্যাশা করেন না উল্লেখ করে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেছেন, তাদের সামান্য চাওয়া যেন যথাযথভাবে পূরণ করা হয়।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে উদ্দেশ্য করে অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, ‘আমাদের যারা ফেলো হলেন, বিশেষজ্ঞ চিকিৎসক হলেন, তাদের অত বেশি চাওয়া-পাওয়া নেই। উচ্চাশা নেই, তাদের সবার চাহিদা একেবারেই সীমিত।’
তিনি বলেন, ‘তারা একটু ভালো পদায়ন চান, সময়মতো পদোন্নতি চান। এগুলো যেন যথাযথভাবে হয়। তাঁরা যে দিনরাত পরিশ্রম করছেন, এর প্রতিদানে খুব বেশি কিছু চান না। এটুকু যদি পূরণ হয়ে যায়, তাহলে তাঁরা সন্তুষ্ট হয়ে যাবেন।’
চিকিৎসকদের পদোন্নতিতে দীর্ঘ সূত্রতার কথা তুলে ধরে প্রখ্যাত এ মেডিসিন বিশেষজ্ঞ বলেন, ‘অনেক চিকিৎসক সাত-আট বছর আগে এফসিপিএস করেছেন, এমডি-এমএস করেছেন। কিন্তু পদোন্নতি পাচ্ছেন না, নতুন পদ পাচ্ছেন না।’
এ সময় চিকিৎসকদেরকে আন্তরিকভাবে স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়ার আহ্বান জানান অধ্যাপক এবিএম আবদুল্লাহ। বলেন, যারা এফসিপিএস পাস করেছেন, নতুন ফেলো হয়েছেন, তারা যেন অবশ্যই দেশের মানুষকে নিবেদিত হয়ে স্বাস্থ্যসেবা পুরোদমে দিয়ে যান।
সীমাবদ্ধতা সত্ত্বেও করোনা মোকাবিলায় বাংলাদেশ সফলতা অর্জন করে উল্লেখ করে তিনি আরও বলেন, করোনা মহামারীর শুরুতে কিছুটা অসুবিধা ছিল। নতুন স্বাস্থ্য সংকট হওয়ায়, এর সমাধানের বিষয়টিও কেউ জানতো না। গোটা পৃথিবীই এ ব্যাপারে অন্ধকারে ছিল।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি কয়েকটি দেশ সফর করেছি। এসব বড় বড় দেশের টাকা-পয়সা প্রচুর এবং ব্যবসা-বাণিজ্য ও জ্ঞান-বিজ্ঞানে তারা অনেক সমৃদ্ধ। তাদের কোন কিছুতেই অভাব নেই। তাদের মূল্যায়ন হল বাংলাদেশ সবচেয়ে সফলভাবে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। এজন্য শুরুতেই ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কোনো রকমের কালক্ষেপণ ছাড়া যখন যা প্রয়োজন সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন।
Discussion about this post