হার্টবিট ডেস্ক
সকালে নগরীর আটটি জোনে শ্রমিকদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার।
বিজিএমইএ- এর নেতারা জানান, পোশাক শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করেই তাদের টিকার আওতায় আনা হচ্ছে। চট্টগ্রামের প্রায় সাত লাখের বেশি পোশাক শ্রমিকদের টিকার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। এদিকে, টিকা নিতে পেরে খুশি পোশাক শ্রমিকরা।
এর আগে গত রবিবার বন্দরনগরীতে বস্তিবাসী ও সোমবার তৃতীয় লিঙ্গের মানুষদের টিকা দেয়া হয়।






Discussion about this post