হার্টবিট ডেস্ক
নার্সিং কম্প্রিহেনসিভ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিএসসি ইন নার্সিং কোর্সের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর বিজয়নগরের বিএনএমসি কার্যালয় ও রেজিস্ট্রারের গাড়ি অবরুদ্ধ করে রাখেন তারা।
সূত্রে জানা যায়, কম্প্রিহেনসিভ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে সকাল থেকে সারাদেশের সরকারি-বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীরা বিজয়নগরের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তারা দীর্ঘ সময় সংস্থাটির রেজিস্ট্রার সুরাইয়া বেগমের গাড়ি অবরুদ্ধ করে রাখেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের বলেন, ‘আমাদের ৪র্থ বর্ষের পরীক্ষার ফলাফল গত ১৫ নভেম্বর প্রকাশিত হয়েছে। মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে আমরা প্রায় নয় মাস পিছিয়ে পড়েছি। ২০২১৭ সালের ৩ আহস্টের হাইকোর্টের রায় অনুযায়ী ইন্টার্নশিপ বাদ দিয়ে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের বিএনএমসি/প্রশা ০৫/২০১৭৬৭৯ নং স্মারকের নীতিমালা অনুসারে বিএসসি নার্সিং কোর্স শেষ করার পর কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণে কোন বাঁধা নেই।’
এ অবস্থায় শিক্ষার্থীরা, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ইন্টার্নশিপ ছাড়াই আসন্ন কাউন্সিল পরীক্ষায় অংশ নিতে সুযোগ দেওয়ার দাবি জানান।
পরে কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীর বৈঠক অনুষ্ঠিত হয় ও শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করে। বৈঠকে রেজিস্ট্রার শিক্ষার্থীদের আশ্বস্থ করে বলেন, এসব শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি তারা দেখবেন। এবং শিগগিরই এ সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। একই সঙ্গে আগামী ২২ ফ্রেব্রুয়ারী কম্প্রিহেনসিভ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ বলেও জানিয়েছেন তিনি।
Discussion about this post