হার্টবিট ডেস্ক
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু হয়েছে যাদের ২৮ জনই টিকা নেননি।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬৪ জন।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আগের দিন করোনায় সাতজনের মৃত্যু হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ১৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৮ হাজার ৬১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪২। আগের দিন এ হার ছিল ১ দশমিক ১৬।
দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন। মারা গেছেন ২৭ হাজার ৯৫৫ জন।
গত ৫ ও ১০ আগস্ট ২৬৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা এ যাবৎকালের দৈনিক সর্বোচ্চ মৃত্যু।
এর আগে ২৮ জুলাই ১৬ হাজার ২৩০ জন করোনা রোগী শনাক্ত হওয়ার তথ্য দেওয়া হয় যা দেশে মহামারী ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ।
দেশে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
এ বছর মার্চে শুরু হয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ ছিল বেশি তীব্র এবং প্রাণঘাতী।
গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।
Discussion about this post