হার্টবিট ডেস্ক
চার শর্তে রাজধানীর বেসরকারি গ্রীণ লাইফ মেডিকেল কলেজের ২০২০-২১ ও ২০২১-২২ সেশনের শিক্ষাক্রম চালানোর বিষয়টি নবায়ন অনুমোদনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃস্পতিবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী নিম্নোক্ত শর্তসমূহ আবশ্যিকভাবে প্রতিপালনের শর্তে বেসরকারি গ্রীণ লাইফ মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকার ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন নির্দেশক্রমে নবায়ন করা হলো।’
শর্তসমূহ:
১. মেডিকেল কলেজের ফ্লোরস্পেস ৬০ হাজার বর্ঘফুট বৃদ্ধি করতে হবে।
২. বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অধিভুক্তি হালনাগাদকরণ করতে হবে।
৩. হাসপাতালে শয্যা সংখ্যা এবং শয্যা অকুপেন্সি রেট পাঁচ ভাগ বৃদ্ধি করতে হবে।
৪. নতুন ক্যাম্পাসে নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
মেডিকেল কলেজটির অধ্যক্ষের কাছে পাঠানো নির্দেশনার অনুলিপি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, বিএমডিসির রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post