হার্টবিট ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তকারক প্রতিষ্ঠান মডার্না এবং ফাইজারের তৈরি করোনার টিকার বুস্টার ডোজ নিতে পারবেন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকরা। এ বিষয়ে শুক্রবার অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। শীতে করোনার প্রকোপ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
উচ্চ ঝুঁকিতে থাকা নাগরিক এবং ৬৫ এর বেশি বয়সীদের বুস্টারে অগ্রাধিকারের কথা বলা হয়েছে। দেশটির ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না কর্তৃপক্ষ জানিয়েছে, বুস্টার ডোজ নেয়ার অনুমোদন ছিল কেবল বয়স্ক ও গুরুতর অসুস্থদের জন্যে। তবে এখন এফডিএ ১৮ বছরের ঊর্ধ্বে সব প্রাপ্তবয়স্ককে বুস্টার ডোজ নেয়ার অনুমোদন দিয়েছে।
এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেট উডকুক এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন সিদ্ধান্তে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক হবে। বুস্টার ডোজ নেওয়ার ফলে করোনায় গুরুতর অসুস্থ হওয়া এবং মৃত্যু ঝুঁকিও কমাবে।\
ফাইজার-বায়োএনটেক গত সপ্তাহে ১০ হাজার জনেরও বেশি অংশগ্রহণকারীর ওপর চালানো তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে অনুমোদনের আবেদন করেছিল। ট্রায়ালের ফলাফলের দেখা গেছে, বুস্টার ডোজগুলো নিরাপদ এবং কোভিড-১৯ এর বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকর।
সম্প্রতি জার্মানিও প্রাপ্তবয়স্কদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। বিশ্বের অনেক দেশ বুস্টার ডোজের দিকে এগুচ্ছো।
Discussion about this post