হার্টবিট ডেস্ক
জরুরি রাষ্ট্রীয় প্রয়োজনে সাময়িকভাবে সাত মিডওয়াইফ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্তণালয়। বুধবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সচিবালয় কর্তৃক জারিকৃত ৯ ডিসেম্বর ২০১৯ তারিখের ৮০.০০.০০০০.৩০১.৭৩.০০১.১৯-২৪১ নং নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৪ আগস্ট ২০২১ তারিখের ৮০.০০.০০০০.৩০১.১১.২৪৪০.২০২১.১৬৯ পত্রের সুপারিশক্রমে এ প্রজ্ঞাপনের ৩ নং অনুচ্ছেদের সাতজন প্রার্থীকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন মিডওয়াইফ (দশম গ্রেড) পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর দশম গ্রেডে ১৬০০০-৩৮৬৪০ বেতনক্রমে নিম্নবর্ণিত শর্তে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হলো।’
নিয়োগ পাওয়া মিডওয়াইফরা হলেন, কিশোরগঞ্জের মোসাম্মদ ফারজানা আক্তার (০০১৮১৬), বরিশালের মনিরা ইসলাম (০০০২৬৪), চট্টগ্রামের সুচন্দা সিকদার (৩০০০৭৬), গোপালগঞ্জের সাথী মন্ডল (০০০০২৭), পটুয়াখালীর ববিতা রানী (০০১০১৯) ও মরিওম বেগম (০০১০২১), বি-বাড়িয়ার হেপি আক্তার (০০০৬২০)।
Discussion about this post