হার্টবিট ডেস্ক
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত রাশিয়া। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ মৃত্যু দেখেছে দেশটি। একদিনে দেশটিতে এক হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে।
রাশিয়ার কেন্দ্রীয় স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক মস্কো টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার করোনায় সর্বোচ্চ সংখ্যক দৈনিক মৃত্যু দেখেছে দেশটি। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত একদিনে এত মৃত্যু দেখেনি রাশিয়া। এদিন মোট এক হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।
করোনা বিষয়ক তথ্য প্রদানকারী আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ হাজার ৩৭৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন এক হাজার ২৫১ জন। তবে এসময় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৪১৪ জন।
চলতি নভেম্বর থেকে বিশ্বের দেশসমূহের মধ্যে করোনায় সর্বোচ্চ দৈনিক মৃত্যু ঘটছে রাশিয়া। আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যদি এই ধারা অব্যাহত থাকে, সেক্ষেত্রে করোনায় মোট মৃত্যুতে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রকে খুব দ্রুত পেছনে ফেলবে বিশ্বের বৃহত্তম এই দেশ।
রাশিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তারা যদিও আশাবাদী যে, আগামী ২০২২ সালের মধ্যেই মহামারির বিপর্যয় থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে দেশটি, কিন্তু জনগণের মধ্যে টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহ কম থাকায় শুরু থেকেই রাশিয়ায় টিকাদান কর্মসূচি চলছে ধীরগতিতে। এ অবস্থায় দ্রুত মহামারির দুর্যোগ শেষ হবে- এমন কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের শুরু থেকেই সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে রয়েছে রাশিয়া। সংক্রমণের দিক থেকে বিশ্বে পঞ্চম স্থানে থাকা দেশটিতে এখন পর্যন্ত ৯২ লাখ ১৯ হাজার ৯১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের হয়ে মৃত্যুবরণ করেছেন দুই লাখ ৬০ হাজার ৩৩৫ জন। তবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন সাত ৭৯ লাখ ১৯ হাজার ২৫০ জন।
Discussion about this post