হার্টবিট ডেস্ক
বাংলা কথাসাহিত্যের অসামান্য শিল্পী হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এক শোক বার্তায় স্বাস্থ্যমন্ত্রী জানান, বরেণ্য কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের লেখায় যে জীবন দর্শন ফুটে উঠেছে তা মানবমনে এক স্থায়ী দর্পণ হয়ে থাকবে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে ৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই অনন্য প্রতিভাধর সাহিত্যিক। সংবাদ শুনে স্বাস্থ্যমন্ত্রী তাঁর এক প্রেরিত শোকবার্তায় আরো বলেন, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও ভারতের পশ্চিমবঙ্গের আনন্দ পুরস্কারে ভূষিত হাসান আজিজুল হকের অভাব অপূরণীয়। ষাটের দশকের বাঁক বদলের এই কথাশিল্পীর রচনাবলী আমাদের সাহিত্যকে কালজয়ী সমৃদ্ধি এনে দিয়েছে।
শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সকল শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
Discussion about this post