হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদ (২০২১-২২) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ডা. কে এম তানভীরকে সভাপতি ও ডা. মো. খোরশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের কল্যাণে কাজ করার পাশাপাশি রোগীদের সেবায় নিজেদের আত্মনিয়োগ করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ডা. কে এম তানভীর বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের কল্যাণ ও রোগীদের সেবায় কাজ করবে এ কমিটি। আমরা ইন্টার্ন চিকিৎসকরা এই প্লাটফর্ম থেকে গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবো।
Discussion about this post