হার্টবিট ডেস্ক
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস (মেডিসিন) দ্বিতীয় পর্ব পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে মক টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। রোববার (১৪ নভেম্বর) বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক ডা. মো. বিল্লাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস (মেডিসিন) ২য় পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য মেডিসিন মক লিখিত পরীক্ষা (মেডিসিনের এক পেপারের সম্পূর্ণ সিলেবাসের ওপর ৩ ঘণ্টার লিখিত পরীক্ষা) আগামী ১ ডিসেম্বর এবং ফিডব্যাক সেশন আগামী ৮ ডিসেম্বর বিসিপিএসে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষায় রেজিস্ট্রেশনের জন্য ‘সচিব, বিসিপিএস’র অনুকূলে ৫০০/-(পাঁচশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট অথবা সরাসরি United Commercial Bank Limited into STD Account No: 0781301000000256 অথবা Dhaka Bank Limited STD Account No: 0207150000000887 জমা দিয়ে ব্যাংক রশিদসহ কলেজের হিসাব শাখায় আগামী ২৫ নভেম্বর বিকাল ৩টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে (বৃহস্পতিবার বেলা ১:০০টা পর্যন্ত)।
অংশগ্রহণ করতে ইচ্ছুক ডাক্তারগণকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
‘আগে আসলে আগে রেজিস্ট্রেশন’ ভিত্তিতে মাত্র ১৫০ জনকে কোর্সে রেজিস্ট্রেশন করা হবে।
Discussion about this post