হার্টবিট ডেস্ক
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ ডায়াবেটিস সচেতনতা বাড়াতে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিশটি ক্যাম্প পরিচালনার উদ্যোগ নিয়েছে। ডায়াবেটিস সম্পর্কে নার্স এবং প্যারামেডিকসদের প্রশিক্ষিত করে মানবসম্পদ উন্নয়নেও নেয়া হয়েছে কর্মসূচি। ‘হ্যালো ফিউচার’ নামের এই কর্মসূচির আওতায় চট্টগ্রামের ডায়াবেটিস আক্রান্তদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করা হবে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে।
গতকাল শনিবার সিনিয়র্স ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপরোক্ত কর্মসূচি উপস্থাপন করা হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডায়াবেটিস অ্যাওয়ারনেস সাব-কমিটির চেয়ারম্যান ডা. নওশাদ আহমেদ খান। অধ্যাপক ববি বড়ুয়ার সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড ভাইস গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী, জিএমটি জেলা কো-অর্ডিনেটর লায়ন হাসান মাহমুদ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন হেলাল উদ্দিন আহমেদ, লায়ন তারেক কামাল, লায়ন তাহের আহমদ, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন মোহাম্মদ হোসেন রানা, লায়ন মোহাম্মদ গাউসুল হক চৌধুরী, লায়ন মোহাম্মদ সাইফুল ইসলাম, লায়ন শুভনাজ জিনিয়া, লায়ন হাসান আকবর, লায়ন শাহেলা আবেদীন, লায়ন ডা. কামরুন্নাহার দস্তগীর, লায়ন সায়মা সুলতানা প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, দেশে ৯০ লাখের বেশি ডায়াবেটিস রোগী রয়েছে। ক্রমাগত এই সংখ্যা বাড়ছে। সচেতনতা ছাড়া এই রোগ থেকে নিস্তারের কোনো পথ নেই। তাই বিশ্বের সবচেয়ে বড় সেবা সংগঠন হিসেবে লায়ন্স ক্লাব গণসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আজ বিকেলে নগরীর সিজেকেএস স্টেডিয়াম থেকে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে র্যালি বের করা হবে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলা, ফেনী এবং নোয়াখালীতে ডায়াবেটিস রোগী শনাক্তের জন্য ক্যাম্প পরিচালনা করারও উদ্যোগ নেয়া হয়েছে।
Discussion about this post