হার্টবিট ডেস্ক
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য, ‘ডায়াবেটিস সেবার প্রাপ্যতা: এখন না হলে কখন?’ রবিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের এন্ড্রোকাইনোলজি বিভাগ বিভিন্ন ফেস্টুন হাতে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করে। এটি ঢামেক হাসপাতাল প্রাঙ্গণ ঘুরে এখানকার নতুন ভবনের সামনে গিয়ে শেষ হয়।
নানান কর্মসূচির মধ্যে ঢামেক হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এরপর আলোচনা সভায় বক্তারা জনসচেতনতামূলক আলোচনা করেন।
ঢামেক হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিঞা। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। এছাড়া ছিলেন এন্ডোক্রাইনোলজি বিভাগে বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিত প্রসাদ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
দিবসটি উপলক্ষে ডায়াবেটিস স্ত্রিনিংয়ের বিশেষ ব্যবস্থা করা হয়।
Discussion about this post