হার্টবিট ডেস্ক
জ্বরের সকল লক্ষণ ডেঙ্গু জ্বরের মতো আচরণ করলেও ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষায় রোগীরা ডেঙ্গু নেগেটিভ এসেছে। পাকিস্তানের করাচিতে রহস্যময় এই ভাইরাস জ্বরের সংক্রমণ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশন্যাল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পাকিস্তানের করাচি শহরের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং হেমাটো-প্যাথোলজিস্টসহ অন্যান্য বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন যে করাচিতে একটি ডেঙ্গু ভাইরাসের মতো রোগজীবাণু ছড়িয়ে পড়ছে, যা ডেঙ্গু জ্বরের মতো কাজ করে। রোগীদের ডেঙ্গুর চিকিৎসা প্রোটোকলের প্রয়োজন কিন্তু এটি ডেঙ্গু জ্বর নয়।
ডো ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের আণবিক প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক সাঈদ খান বলেন, ‘আমরা কয়েক সপ্তাহ ধরে ভাইরাল জ্বরের ঘটনা দেখছি, যেখানে প্লাটিলেট ও শ্বেত রক্তকণিকা কমে যাচ্ছে। অন্য উপসর্গগুলোও ডেঙ্গু জ্বরের মতো। কিন্তু এসব রোগীকে যখন এনএস১ অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়, তার ফলাফল নেগেটিভ বেরোচ্ছে।’
প্রতিবেদনে আরও বলা হয়, উপসর্গ ডেঙ্গুর মতো, কিন্তু ডেঙ্গু নয়- এমন রোগী পাওয়ার কথা জানিয়েছেন করাচির আরও কয়েকটি হাসপাতালের চিকিৎসকরা। রহস্যময় এই ভাইরাসজনিত জ্বরে স্থানীয় হাসপাতাল ও ব্লাড ব্যাংকগুলোতে প্লাটিলেটের ঘাটতি দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা জনগণকে ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ থেকে সতর্ক থাকতে বলেছেন।
তবে ডেঙ্গুর উপসর্গযুক্ত কিন্তু ডেঙ্গু নয়, করাচিতে এমন রোগ ছড়ানোর ঘটনা এবারই নতুন নয়। এ ধরনের ঘটনা ২০০৮ সাল থেকেই দেখা যাচ্ছে। এ অবস্থায় সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
Discussion about this post