হার্টবিট ডেস্ক
রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ দেশের কনিষ্ঠ মেডিকেল কলেজ। ২০১৪ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছে এই মেডিকেল কলেজের পাঠ কার্যক্রম। স্থানীয় পাহাড়ি সংগঠনগুলোর বাঁধার মুখে প্রথম তিন মাস কলেজটির পাঠদান স্থগিত ছিল। তবে সকল চড়াই-উৎরাই পেরিয়ে প্রতিষ্ঠানটিতে বর্তমানে ষষ্ঠ ব্যাচ চলমান রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, অবকাঠামোগত নানা ঘাটতির ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা পরিপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত। মেডিকেল কলেজ হাসপাতাল না থাকায় এলাকাবাসীও বঞ্চিত হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা থেকে। একটি সরকারি মেডিকেল কলেজ থাকার কোনো সুবিধাই পাচ্ছে না রাঙামাটির সাধারণ মানুষ। মেডিকেলটি থেকে এখন পর্যন্ত মোট দুইটি ব্যাচ এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছে। তবে পর্যাপ্ত সুবিধা না থাকায় প্রথম ব্যাচের (২০১৪-১৫) শিক্ষার্থীরা নিজ মেডিকেলে ইন্টার্নশিপ না করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্নশিপ করেছেন। দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের নিজ মেডিকেলে (জেলা সদর হাসপাতাল) ইন্টার্নশিপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সদ্য পাস করা শিক্ষার্থীরা প্রথম ব্যাচের মতোই চমেকে হাসপাতালে ইন্টার্নশিপ করার দাবি জানিয়ে আসছেন।
তাঁদের দাবি, ইন্টার্নশিপ করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, যন্ত্রপাতি এবং প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত জনবল রাঙামাটি জেনারেল হাসপাতালে নেই। ইন্টার্নশিপের জন্য ন্যূনতম ২৫০ শয্যার হাসপাতালের প্রয়োজন হলেও এখানে আছে ১০০ শয্যার ব্যবস্থা। এছাড়া হাসপাতালটিতে প্রয়োজনীয় ডিপার্টমেন্ট ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় জনবল নেই।
এখানে প্রয়োজনীয় কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টোরোলজি, অর্থপেডিক, আই, কাজুয়ালিটি ও নিউরোলজিসহ গুরুত্বপূর্ণ বিভাগ নেই। হাসপাতালটিতে কোনো নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) নেই। একটা মেডিকেল কলেজে অন্তত চারটা অপারেশন থিয়েটার প্রয়োজন। রাঙামাটি জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটার মাত্র একটি। যেখানে সপ্তাহে শুধু একদিন সার্জারি করা হয়। দুপুর দুইটা থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত মাত্র একজন চিকিৎসক জরুরি বিভাগে দায়িত্ব পালন করেন। ফলে জটিল ও সামর্থ্যবান রোগীরা এই হাসপাতালে থাকেন না।
তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি নতুন মেডিকেল হিসেবে অবকাঠামোগত ও জনবলের ঘাটতি থাকলেও ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্নশিপে কোনো সমস্যা হবে না। নিয়ম অনুযায়ী, তাদের নিজ প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের নির্ধারিত হাসপাতালেই করতে হবে।
চমেক হাসপাতালে ইন্টার্নের সুযোগ নেই
রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন এ প্রসংগে বলেন, ‘এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। আমরা চাইলেই কিছু করতে পারবো না, আমরা শুধু নির্দেশনা বাস্তবায়ন করছি। এখানে তাঁরা চিকিৎসক হিসেবে মৌলিক প্রশিক্ষণ পাবে, এখানে প্রশিক্ষণ নিয়ে তো তারা বিশেষজ্ঞ চিকিৎসক হবে না। মৌলিক প্রশিক্ষণের জন্য যে সকল বিভাগ এবং রোগী প্রয়োজন তা এখানে আছে। যেহেতু এর আগে কখনও কোনো ব্যাচ ইন্টার্নি করেনি, তাই আমাদের কিছু ঘাটতি আছে। যেমন: ইন্টার্ন চিকিৎসকদের বসার জায়গা, নৈশকালীন দায়িত্ব পালনের সময় বিশ্রামের জায়গা না থাকা। এসব ধাপে ধাপে সমাধান হয়ে যাবে। আমরা বলছি না, এ সকল সমস্যা রাতারাতি সমাধান হয়ে যাবে। প্রথম যেকোনো কিছুর জন্যই কিছু না কিছু ঘাটতি থাকে। লোকবলেও কিছু ঘাটতি আছে, তবে এতে ইন্টার্নশিপ পরিচালনায় কোনো সমস্যা হবে না। এর থেকে খারাপ পরিস্থিতিও অনেক স্থানে, বিশেষ করে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে রয়েছে।’
শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘সবার আগে রোগী প্রয়োজন, যা এখানে অনেক আছে। বাকি সমস্যাগুলো সময়ের সাথে সাথে সমাধান হয়ে যাবে। এগুলো রাতারাতি সমাধানের বিষয় না। তবে কাউকে না কাউকে শুরু করতে হবে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজে ইন্টার্নশিপের সুযোগের বিষয়ে তিনি বলেন, ‘এ সুযোগ আমাদের হাতে নেই। প্রথম ব্যাচের সময় রাঙামাটিতে প্রতিকূল পরিস্থিতি ছিল। তখন স্থানীদের বিরোধিতা ছিল। মেডিকেল কলেজ স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। মেডিকেলের ক্লাস শুরুর দিন দাঙ্গার ঘটনা ঘটেছিল, করফিউ জারি করে ক্লাস নিতে হয়েছিল। এ সকল পরিস্থিতি বিবেচনায় প্রথম ব্যাচকে সরকার সুযোগ দিয়েছিল। সে পরিস্থিতি এখন নেই।’
‘
Discussion about this post