হার্টবিট ডেস্ক
করোনার সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে প্রায় ৪৮ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে সৌদি আরব ও পোল্যান্ড।
আজ বুধবার (১০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পোল্যান্ডের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে আগামী দুই-তিন দিনের মধ্যে সৌদির টিকার চালান বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি আমরা।
তিনি বলেন, পোল্যান্ড বাংলাদেশকে ৩৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে। পোল্যান্ডের এসব টিকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল থেকে দেওয়া হচ্ছে।
Discussion about this post