হার্টবিট ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। এর মধ্যে ঢাকায় ১৩১ জন এবং ঢাকার বাইরে ৩২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৬ জন।
নভেম্বর মাসে আজ বুধবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১০ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৪৯ জন রোগী ভর্তি আছেন।
এর মধ্যে ঢাকাতেই আছেন ৫৩৭ জন,আর বাকি ১১২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ২৫ হাজার ৬৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৩২০ জন।
Discussion about this post