হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত ১০০ চিকিৎসকের যোগদানপত্র গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৩১ অক্টোবর ২০২১ তারিখের ৪৫.০০.০০০০.১৪৮.১২.০১০.২০২১-৬৫১ প্রজ্ঞাপন মোতাবেক নিম্নবর্ণিত কর্মকর্তারা তাদের নামের পার্শ্বে উল্লেখিত তারিখে সিনিয়র সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ বরাবরে উপপরিচালক পদে যোগদান করেছেন এবং তাদের যোগদানপত্র গৃহীত হয়েছে।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো নির্দেশনার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post