হার্টবিট ডেস্ক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালসহ ওই এলাকার কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে দালালচক্রের ১৫ জন সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (৮ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে প্রতারক, চাঁদাবাজ ও দালালচক্রের সক্রিয় ১৫ সদস্যকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।
তিনি জানান, মূলত দালালচক্রের মাধ্যমে কয়েকজন ভুক্তভোগী রোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও তার আশপাশের প্রাইভেট ক্লিনিক ও বেসরকারি হাসপাতালগুলোতে অভিযান চালানো হয়। এ অভিযানে দালাল সিন্ডিকেটের ১৫ জন সদস্যকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আব্দুল খালেক নামে এক ব্যক্তি রাজপাড়া থানায় চাঁদাবাজি ও প্রতারণার মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার দেখানো হয়েছে। একই সাথে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহজাহান আলী (২৮), মোসা. খাতিজা তিশা (২৫), মো. আব্দুল হান্নান (৫০), মো. শামসুজ্জোহা ভুট্টু (৪৫), মো. জিম (২০), মো. সুমন (২৫), মো. হাদিউল ইসলাম (৩৫), মো. নাইম হোসেন (৩২), মোসা. প্রিয়া (৩৫), মোসা. তাহমিনা বেগম (৩৭), মোসা. আসমা (৪৫), মোসা. রিতা (৩২), মো. মুকুল হোসেন (৪০), মো. সোহানুর রহমান (২৫) ও মো. পলাশ (৫০)।
Discussion about this post