হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬টি সাব-স্পেশালিটিতে প্রশিক্ষণ গ্রহণে ভর্তি আবেদন চাওয়া হয়েছে।
সোমবার বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, বিএসএমএমইউর রিপ্রোডাকটিভ অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি ফিটো-ম্যাটারনাল মেডিসিন এবং গাইনোকোলজিক্যাল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, কলোরেক্ট্রাল সার্জারি ও হেপাটোবিলিয়ারি সার্জারি সাব-স্পেশালিটিতে প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক এমএস-এফসিপিএস (অবস অ্যান্ড গাইনি/জেনারেল সার্জারি) ডিগ্রী প্রাপ্ত সরকারি, বিএসএমএমইউ এবং বেসরকারি প্রার্থীদের কাছ থেকে জানুয়ারি-২০২২ বর্ষের জন্য নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে।
আবেদনপত্র রেজিস্ট্রার অফিস বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
এ আবেদনপত্র আগামী ২১ নভেম্বর দুপুর ২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফি’র তিন হাজার টাকা পূবালী ব্যাংকের শাহবাগ শাখায় জমাদানের রশিদসহ রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করতে হবে।
উল্লেখ্য, রিপ্রোডাকটিভ অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, ফিটো-ম্যাটারনাল মেডিসিন এবং গাইনোকোলজিক্যাল অনকোলজি বিষয়ে সরকারি ১টি, বেসরকারি ১টি ও বিএসএমএমইউ ১টি আসন এবং সার্জিক্যাল অনকোলজি, কলোরেক্ট্রাল সার্জারি ও হেপাটোবিলিয়ারি সার্জারি প্রতিটি সাব-স্পেশালিটিতে সরকারি ২টি, বেসরকারি ২টি এবং বিএসএমএমইউ ১টি আসন বরাদ্দ আছে।
Discussion about this post