হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৫টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৪ শতাংশ।
এদিন করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি কেউ।
মঙ্গলবার (৯ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে ৫ জন নগর এবং ১ জন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৭৫ জন। এর মধ্যে নগরের ৭৪ হাজার এবং উপজেলায় ২৮ হাজার ২৭৫ জন। এ ছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩২৫ জনের মধ্যে ৭২৩ জন নগর এবং ৬০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Discussion about this post