হার্টবিট ডেস্ক
গত ২৯ অক্টোবর রাতে এবং ৩০ অক্টোবর দিনের বেলা চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মাহাদী জে আকিবের (২১) অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। তিনি বিছানা ছেড়ে দাঁড়াতেও পেরেছেন।
আকিবের মাথায় যেখানে অস্ত্রোপচার করা হয়েছে সেখানে আজ ড্রেসিং করা হয়েছে। বদলে দেওয়া হয়েছে মাথার ব্যান্ডেজ। আকিব এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন।
সোমবার (৮ নভেম্বর) রাতে চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক এস এম নোমান খালেদ চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আকিব আল্লাহর রহমতে সুস্থ আছে। আজ আকিবকে দাঁড় করানো হয়েছিল। এই পর্যায়ে এসে আকিবকে আমরা শঙ্কামুক্ত বলতে পারি ।’
তিনি আরও বলেন, ‘ভালোভাবে পর্যবেক্ষণের জন্য তাকে এখনো আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ব্যান্ডেজ পরিবর্তন করে ড্রেসিং করা হয়েছে। আকিব মুখ দিয়েই এখন খাবার গ্রহণ করছে।’
এর আগে এই চিকিৎসক জানিয়েছিলেন, আকিবের মাথার হাড় ভেঙে গেছে। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এ অবস্থায় অপারেশন করে মাথার হাড়ের একটা অংশ খুলে আপাতত তার পেটের চামড়ার নিচে রাখা হয়েছে। কিছুটা উন্নতি হলে সেটি আবার আগের জায়গায় প্রতিস্থাপন করা হবে।
সংঘর্ষে আকিবের আহত হওয়ার ঘটনায় ১৬ জনকে আসামি করে ৩০ অক্টোবর রাতে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন কলেজের পঞ্চম বর্ষের ছাত্র তৌফিকুর রহমান। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে ।
Discussion about this post