হার্টবিট ডেস্ক
‘ফাদার অব দ্য ন্যাশন: সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’এর জন্য ডা. আবুল হাসনাত মিল্টনকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলস রাজ্য সংসদের বিরোধীদলীয় নেতা ক্রিস মিনস।
নিউসাউথ ওয়েলসের বিরোধীদলীয় নেতা ক্রিস মিনস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়,জাতির জনকের ভাষণ সংকলন গ্রন্থ ‘ফাদার অব দ্য ন্যাশন: সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ গ্রন্থের জন্য ডা. আবুল হাসনাত মিল্টনকে অভিনন্দন জানাই।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই গ্রন্থের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস ও তার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অস্ট্রেলিয়ানরা বিস্তারিত জানতে পারবে।’
Discussion about this post