হার্টবিট ডেস্ক
হেমাটলজি বিষয়ে এফসিপিএস পার্ট-২ পরীক্ষায় নম্বর বণ্টনে পরিবর্তন এনেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস্ (বিসিপিএস)। আজ সোমবার (৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েসবাইটে প্রকাশিত এক নোটিসে এ কথা বলা হয়েছে।
বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত ওই নোটিসে আরও বলা হয়েছে, জানুয়ারি ২০২২ সেশনের পরীক্ষায় সংশোধিত প্রশ্নের অবকাঠামো বাস্তবায়ন করা হবে।
নতুন বিন্যাস অনুযায়ী,
প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের লিখিত পরীক্ষার নম্বর ১০০+১০০=২০০,
ওসপি পরীক্ষায় ৫০ নম্বর (এক দিন),
আইও পরীক্ষায় ৫০ নম্বর (এক দিন),
প্রাকটিক্যাল পরীক্ষায় ৫০ নম্বর (দুই দিন)
ক্লিনিক্যাল পরীক্ষায় ১০০ নম্বর (তিন দিন)
প্র্যাকটিক্যাল এবং ক্লিনিক্যাল পরীক্ষার নম্বর একসঙ্গে গণনা করা হবে বলেও নোটিসে বলা হয়েছে।
Discussion about this post