হার্টবিট ডেস্ক
আজ সোমবার (৮ নভেম্বর), আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস। প্রতিবারের ন্যায় এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ২০১২ সালে দিবসটি পালিত হয়ে আসলেও বাংলাদেশে ২০১৫ সাল থেকে এর যাত্রা শুরু হয়।
১৮৯৫ সালের ৮ নভেম্বর জার্মান বিজ্ঞানী উইলিয়াম কনরাড রন্টজেন চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ এক্স-রে আবিষ্কার করেন। এর পর থেকেই চিকিৎসার মূল ধারণা পাল্টে যায়। বৈপ্লবিক এ পরিবর্তনের ধারাবাহিকতায় অনুমাননির্ভর চিকিৎসার বদলে চিকিৎসা শুরু হয় সুনির্দিষ্ট উপায়ে।
জানা গেছে, এ দিন ক্যাথোড রশ্মি নিয়ে গবেষণার সময় সৌভাগ্যক্রমে এক্স-রে আবিষ্কার করেন রন্টজেন, রেডিওলজির চিকিৎসায় যা কার্যকর ভিত্তি গড়ে দেয়।
আধুনিক চিকিৎসা পদ্ধতির মূল্যায়ন হলো, সুচিকিৎসার পূর্বশর্ত হলো সঠিক রোগ নির্ণয়। আর এর সূচনা হয় এক্স-রে’র আবিষ্কারের মাধ্যমে। এই এক্স-রে পরীক্ষাকে আবর্তন করে ষাটের দশকে আল্ট্রাসনোগ্রাফি, সত্তরের দশকে সিটি স্ক্যান এবং আশির দশকে এমআরআই সংযোজনের সুবাদে চিকিৎসা হয়ে পড়ে পুরোপুরি রেডিওলজি নির্ভর।
ইউরোপীয় রেডিওলজি দিবসের পথ ধরে আন্তর্জাতিক রেডিওলজি দিবসের সূচনা হয়, যার যাত্রা ২০১১ সালে। এক্স-রে’র আবিষ্কারক বিজ্ঞানী রন্টজেনের মৃত্যুবার্ষিকীর স্মরণে প্রথম এবং একমাত্র দিবস হিসেবে ওই বছরের ১০ ফেব্রুয়ারি ইউরোপীয় রেডিওলজি দিবস উদযাপিত হয়েছিল। এর আয়োজক ছিল ইউরোপীয় সোসাইটি অব রেডিওলজি।
এ উদযাপনে সাফল্যের পথ ধরে আন্তর্জাতিক রেডিওলজি দিবস প্রতিষ্ঠার বিষয়ে সহযোগিতার লক্ষ্যে একই বছর ইউরোপীয় রেডিওলজি সোসাইটি (ইএসআর) যুক্ত হয় রেডিওলজিক্যাল সোসাইটি অব উত্তর আমেরিকা (আরএসএনএ) এবং আমেরিকান রেডিওলজি কলেজের (এসিআর) সঙ্গে।
একই সঙ্গে সংগঠনগুলো এ সিদ্ধান্তে উপনীত হয় যে, বিজ্ঞানী রন্টজেনের মৃত্যুবার্ষিকীর পরিবর্তে এক্স-রে আবিষ্কারের দিনে আন্তর্জাতিক রেডিওলজি দিবস উদযাপিত হওয়া উচিত।
পরে ওই বছরের ২৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত রেডিওলজিক্যাল সোসাইটি অব উত্তর আমেরিকার (আরএসএনএ) বার্ষিক সাধারণ সভায় তিন প্রতিষ্ঠাতা সদস্য সংগঠন দিবসটি নির্ধারণ করে। এর পর থেকে এক্স-রে আবিষ্কারের দিন অর্থাৎ ৮ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস। বাংলাদেশে ২০১৫ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
Discussion about this post