হার্টবিট ডেস্ক
বিশ্বের প্রথম দেশ হিসেবে শিশুদের জন্য কোভিড ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করেছে কোস্টারিকা। ২০২২ সালের মার্চ থেকে ৫ থেকে ১১ বছরের সব শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসতে চায় মধ্য আমেরিকার এই দেশটি। এজন্য এরইমধ্যে ফাইজারের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছে তারা। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
শিশুদের জন্য বিশ্বের একাধিক দেশে অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের উৎপাদিত করোনা টিকা। এ সপ্তাহেই পাঁচ থেকে ১১ বছর বয়সীদের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের (এফডিএ)-এর অনুমোদন পায় ভ্যাকসিনটি।
এফডিএ-এর কর্মকর্তারা বলছেন, ফাইজারের এই টিকা শিশুদের জন্য ৯১ ভাগ কার্যকর। এতে গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেও দাবি গবেষকদের।
বিবিসি জানিয়েছে, ফাইজারের কাছ থেকে ৩৫ লাখ ডোজ টিকা সংগ্রহ করবে কোস্টারিকা। এর মধ্যে ১৫ লাখ নেওয়া হবে ৫ থেকে ১১ বছর বয়সীদের জন্য।
Discussion about this post