হার্টবিট ডেস্ক
ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে সুলভমূল্যে চিকিৎসা দিতে চালু করা হয়েছে অর্থোপেডিক ও ট্রমা সেন্টার। সেন্টারটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন অধ্যাপক অর্থোপেডিক সার্জন মো. আব্দুস সাত্তার চৌধুরী।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) গণস্বাস্থ্য কেন্দ্রের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, অধ্যাপক অর্থোপেডিক সার্জন মো: আব্দুস সাত্তার চৌধুরী রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতলে সাত বছর এবং বারডেম, আদ্বদীন ও ইসলামী ব্যাংক হাসপাতালে দীর্ঘদিন সুনামের সঙ্গে অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ও ট্রমা সার্জনের দায়িত্ব পালন করেছেন।
১৪ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ অধ্যাপক মো. আব্দুস সাত্তার চৌধুরী অল্প খরচে হিপ এবং হাঁটু প্রতিস্থাপন করেন। এছাড়া তিনি মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা খরচে ভাঙ্গা হাড় জোড়ার কাজ, হাত-পায়ের বড় হাড়ে ফিমার, টিবিয়া, ফিবুলায় স্ক্রু প্লেট/ ইন্টারলকিং নেইল লাগিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চিকিৎসা করেন।
Discussion about this post