হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৬০০টি।
এতে শনাক্ত হয় মাত্র ২ জন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ১২ শতাংশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
নতুন আক্রান্ত ২ জন মহানগর এলাকার বাসিন্দা। এছাড়া মৃত ২ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৪৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৭৬ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৬০ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩২৯ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৬ বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Discussion about this post