হার্টবিট ডেস্ক
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে আরও ২৫ জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে রাজ্যটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জন।
বুধবার এক স্বাস্থ্য কর্মকর্তার বরাতে ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
উত্তর প্রদেশের কানপুরের প্রধান চিকিৎসা কর্মকর্তা নেপাল সিং জনিয়েছেন, স্বাস্থ্য টিম বিভিন্ন স্থানে যাচ্ছেন, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করছেন। তবে এ বিষয়ে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নতুন শনাক্ত ব্যক্তিরা তিওয়ারিপুর, আশরাফবাদ, পোখরানপুর, শ্যামনগর ও আদর্শ নগর এলাকার বাসিন্দা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জিকা ভাইরাস অ্যাডিস মশার কামড়ে ছড়ায়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহকও এই মশা। এতে আক্রান্তদের জ্বর, গায়ে ব্যথা, র্যাশ, পেশী ও হাড়ের জয়েন্টে ব্যথা এবং অস্বস্তি বা মাথাব্যথা উপসর্গ দেখা দেয়। আক্রান্ত হওয়ার দুই থেকে সাতদিনের মধ্যে এসব উপসর্গ দেখা দেয়। তবে অনেকের কোনও উপসর্গ দেখা যায়।
অক্টোবরের শেষ সপ্তাহে উত্তর প্রদেশের কানপুরে প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়। এর আগেও আগস্টে ভারতের মহারাষ্ট্রে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হন। এরপর কেরালায় আরেকজন শনাক্ত হয়েছেন।
Discussion about this post