হার্টবিট ডেস্ক
দিন দিন শিশু রোগীর সংখ্যা বেড়েই চলেছে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে। হঠাৎ আবহাওয়া পরির্তনের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এসব শিশু রোগীদের মধ্যে ঠান্ডা, জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। তবে সিট সংকট থাকায় ফ্লোরেই চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রোগীর চাপে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। প্রতিদিন প্রচুর রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। সিট সংকটে করিডোর ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসাসেবা নিচ্ছে রোগীরা।
হাসপাতালের সিনিয়র নার্স বলেন, গত ২০ ঘণ্টায় ৪৩ শিশু বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ৩১ অক্টোবর ৩২ জন, ১ নভেম্বর ২৭ ও ২ নভেম্বর ৪৩ জন শিশু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে শিশু ওয়ার্ডে মোট ১১৪ জন চিকিৎসা নিচ্ছে।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে বয়োবৃদ্ধ এবং শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। এ সময়টাতে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হচ্ছে অনেকে। এ কারণে হাসপাতালে রোগীর প্রচুর চাপ। সবাই একটু সচেতন থেকে শরীরের প্রতি যত্নবান হতে হবে।
Discussion about this post