হার্টবিট ডেস্ক
‘রক্তে রক্তে বন্ধন হোক, রক্তে লাগুক ঢেউ, আমার চোখে দেখবে ধরা, নতুন করে কেউ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দেশব্যাপী পালিত হবে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস। সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করবে এই দিনটি।
প্রথমদিনের কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে প্রচার সপ্তাহ উদ্বোধন, রক্তদাতাদের খুদেবার্তা প্রেরণ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। আজ থেকে ৭ নভেম্বর প্রতিদিন থাকছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান এবং রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি, মরণোত্তর চক্ষুদান বিষয়ে সেমিনার, পথশিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে পথশিশু সংগঠনে হেলথ ক্যাম্প, টিকাদান কার্যক্রম, মেন্সট্রুয়াল হেলথ সম্পর্কিত অনুষ্ঠান।
Discussion about this post