হার্টবিট ডেস্ক
নতুন পাঁচ বিষয়ে ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস)। বিষয়গুলো হলো মেডিকেল অনকোলজি, প্যালিয়েটিভ মেডিসিন, শিশু ও কিশোর মনোরোগবিদ্যা, পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজি এবং পেডিয়াট্রিক ক্রিটিকাল কেয়ার মেডিসিন।
মঙ্গলবার (২ নভেম্বর) ইস্যু করা বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সকলকে অবহিত করা হচ্ছে যে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস ২০২০ সালের ২৬ আগস্ট থেকে মেডিকেল অনকোলজি, প্যালিয়েটিভ মেডিসিন, শিশু ও কিশোর মনোরোগবিদ্যা, পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজি, পেডিয়াট্রিক ক্রিটিকাল কেয়ার মেডিসিনে নতুন ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে।
অবগতির জন্য নোটিসের অনুলিপি বিসিপিএসের পরীক্ষা কমিটির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির অনারারি সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।
Discussion about this post