হার্টবিট ডেস্ক
করোনাভাইরাস ডেল্টা ভ্যারিয়েন্টের আরেকটি পরিবর্তিত রূপ খুঁজে পাওয়া গেছে। গবেষকরা এর নাম দিয়েছেন এ ওয়াই ফোর পয়েন্ট টু।
রোববার (৩১ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সাপ্তাহিক বিবৃতিতে এ তথ্য জানায়। তারা বলে, মূল ভ্যারিয়েন্টের তুলনায় এটি কয়েকগুণ বেশি সংক্রামক। এই সাব-ভ্যারিয়েন্টটি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ভারত, ইসরায়েলসহ বিশ্বের ৪২টি দেশে শনাক্ত হয়েছে। জুলাই মাসে প্রথম লন্ডনের কাছে এটির উপস্থিতি ধরা পড়ে।
গবেষকদের দাবি, অঞ্চলগুলোয় গোটা অক্টোবরে যতো সংক্রমণ মিলেছে তার ৫ দশমিক ৯ শতাংশের কারণ নতুন এই ভারিয়েন্টটি। তাছাড়া আবিষ্কৃত ভ্যাকসিনগুলোর প্রতিরোধ ক্ষমতাও এটি ভেঙে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে।
প্রসঙ্গত, বিশ্বে করোনা মহামারিতে মোট প্রাণহানি হয়েছে ৫০ লাখ ১৫ হাজারের মতো। আর এখন পর্যন্ত পৌনে ২৫ কোটি মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে ভাইরাসটি।
Discussion about this post