হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ১০০ চিকিৎসককে চতুর্থ গ্রেডে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের ১০০ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর চতুর্থ গ্রেড (৫০,০০০-৭১,২০০/=) বেতনক্রমে উপ-পরিচালক ও সমমান পদে পদোন্নতি প্রদান করা হলো।’
এতে আরও বলা হয়েছে, উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সিভিল সার্জন হিসেবে কর্মরত কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলায় সিভিল সার্জন ইনসিটু হিসেবে বহাল থাকবেন।
এতে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে যে সকল কর্মকর্তা উপপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত আছেন তারা নিয়মিত উপ-পরিচালক হিসেবে সংশ্লিষ্ট কর্মস্থলে বহাল থাকবেন। এছাড়া উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা পরবর্তী পদায়ন না করা পর্যন্ত পূর্ব পদের দায়িত্ব পালন করবেন।
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হলো,’ বলা হয় প্রজ্ঞাপনে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও লাইন ডাইরেক্টর, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post