হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাহিদা বেগম (৪৫), ঈশ্বরগঞ্জের নুর হোসেন (৮০) ও নেত্রকোনার বারহাট্টার জাহেরা খাতুন (১০০)।
রোববার (৩১ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫৮ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৫৪ নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
Discussion about this post