হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটে রেসিডেন্সি প্রোগাম মার্চ ২০২২ এমডি ও এমএসের ফেজ-এতে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। এ কোর্সের একাডেমিক সেশন শুরু হবে আগামী ১ মার্চ ২০২২।
আজ রোববার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভর্তি প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে এমডি/এমএস প্রোগ্রামের জন্য নির্ধারিত বিষয়গুলো দেখে আবেদন করতে পারবে।
ভর্তি ফি ও আদায়ের পদ্ধতি:
পাঁচ হাজার টাকা (অফেরতযোগ্য) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবপস্থাপনা ও বিবিধ ফান্ড অ্যাকাউন্টে পূবালী ব্যাংকের শাহবাগ শাখা ও রূপালী ব্যাংকের যে কোনো অনলাইন শাখা থেকে জমা দেওয়া যাবে। আগামী ১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।
আবেদনের সময়সীমা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি ফি জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীকে (www.bsmmu.edu.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।
প্রবেশপত্র সংগ্রহ:
পরীক্ষার্থীরা ৮ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত স্ব স্ব আবেদনপত্রের নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র প্রিন্ট দিতে পারবেন।
ভর্তি পরীক্ষা:
১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Discussion about this post