হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত দুইজনেই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়। আর বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা যান পাঁচজন। এ হিসেবে গত দুই দিনে মৃত্যু কমেছে।
রামেক হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন নয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন। সন্দেহজনক রোগী ৩৪ জন, করোনা আক্রান্ত পাঁচজন ও উপসর্গে ভর্তি আছেন নয়জন।
তিনি আরও জানান, এই সময়ে হাসপাতালের পিসিআর মেশিনে কোনো টেস্ট হয়নি। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮০ জনের নমুনা পরীক্ষায় ছয়জন করোনা শনাক্ত হয়েছেন।
Discussion about this post