হার্টবিট ডেস্ক
সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮৬২ জনে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের চার জন, চট্টগ্রাম বিভাগে দুই জন এবং খুলনা ও সিলেট বিভাগের একজন। এছাড়া বাকি চার বিভাগে কারও মৃত্যু হয়নি।
শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় মৃত্যু হয়েছে চার জনের, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় একজন করে।
এছাড়া খুলনা বিভাগের যশোর ও সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় মারা গেছেন একজন করে। আর দেশের বাকি ৫৯ জেলায় করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৬৬ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৩ হাজার ২৪০ জনের। সুস্থ ১৮১ জন। এ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭।
এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ৭ জন। করোনা শনাক্ত হয় ৩০৫ জনের দেহে।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু-আক্রান্ত কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৮১ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৯৪৪ জন।
Discussion about this post