হার্টবিট ডেস্ক
জার্মানিতে পিএইচডি করার সময় বৈশ্বিক মহামারী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সাবরিনা কামাল তন্বীর স্মরণে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম যোগ হলো পাঁচ শয্যাবিশিষ্ট সাবরিনা কামাল তন্বী নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ)।
শুক্রবার বেলা সাড়ে বেলা ১১টার দিকে আশুলিয়ার মির্জানগর গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ নিবিড় পরিচর্যাকেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা: মো: এনামুর রহমান বলেন, একটি হাসপাতলে আইসিইউ খুবই গুরুত্বপূর্ণ অংশ। সাবরিনা কামাল তন্বীর পরিবারকে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসায় বিশেষ ধন্যবাদ জানান এবং সাবরিনা কামাল তন্বীর মৃত্যুর শোক শক্তিতেপরিণত হোক।
বিশেষ অতিথি আইসিইউ দানকারী মরহুমা সাবরিনা কামাল তন্বীর মা ঢাকা কলেজের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নাসরিন বেগম তার বক্তব্যে বলেন, ২০১৯ সালের মে মাসে জার্মানিতে পিএইচডি করতে গিয়ে বৈশ্বিক মহামারী করোনাকালে তার মেয়ে সাবরিনা কামাল তন্বী করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। পরে তিনি একটি বিষয় চিন্তা করলেন- যে টাকা তার মেয়ের চিকিৎসার জন্য খরচ করতেন, সেই টাকা দিয়ে দেশের গরিব-দুঃখী মানুষের জন্য কিছু করা যায় কিনা? তাহলে হয়তো তার মেয়ের আত্মা শান্তি পাবে। এই মনমানসিকতা থেকেই পরে তিনি গণস্বাস্থ্যের সাথে যোগাযোগ করেন এবং জানতে পারেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল সাভারের আশুলিয়ার মির্জানগরে কোনো আইসিইউ নেই। তারপরই সিদ্ধান্ত নেন এখানে তিনি আইসিইউর ব্যবস্থা করবেন। আর আজ শুক্রবার সেটা উদ্বোধন করা হলো। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি জানান, তিনি প্রচার করে কোনো কিছু করতে পছন্দ করেন না। কিন্তু গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা: জাফরউল্লাহর এ বিষয়ে প্রচারের ব্যবস্থা করতে বললেন। তিনি বললেন, প্রচার করলে হয়তো আরো অনেকেই তার মতো অনুপ্রাণিত হয়ে সমাজ তথা দেশের গরিব-দুঃখী মানুষের জন্য কিছু করবেন। এজন্যই আজকের এই অনুষ্ঠান।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক লায়লা পারভীন বানুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা: নাজিম উদ্দিন আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, গণস্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী ডা: মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্যসমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: মুহিব উল্লাহ খোন্দকার, আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ সাইফুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম এ সালাম, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ
Discussion about this post