হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন নন-রেসিডেন্সি কোর্সের জুলাই ২০২১ সেশনের ওরাল, ক্লিনিক্যাল ও ব্যবহারিক পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী নন-রেসিডেন্সি কোর্সের পরীক্ষা শুরু হবে আগামী ২ নভেম্বর, চলবে ৪ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ইস্যু করা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখারুল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।
সংশোধিত সময়সূচি অনুযায়ী বিএসএমএমইউ নন রেসিডেন্সি কোর্স জুলাই ২০২১ সেশনের মৌখিক, ব্যবহারিক এবং ক্লিনিকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। নন-রেসিডেন্সি এমএস কোর্স বারডেমের অবস অ্যান্ড গাইনি পরীক্ষা শুরু হবে ২ নভেম্বর, নিকডুর ইউরোলজি বিভাগের পরীক্ষা ৩ নভেম্বর, নিটোর অর্থোপেডিক সার্জারি পরীক্ষা ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান, বিএসএমএমইউর রেজিস্ট্রার ও ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post