হার্টবিট ডেস্ক
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৫৪ জনে। এ সময় আরও ৩০৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৩৩টি করোনা পরীক্ষাগারে ১৭ হাজার ৬০৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ মোট ১৭ হাজার ৮১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩ লাখ ১৯ হাজার ৪০৪টি। পরীক্ষায় আরও ৩০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৭ জনের মধ্যে পুরুষ চারজন ও নারী তিনজন। তাঁদের প্রত্যেকেই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৮৩৪ জন পুরুষ (৬৪ দশমিক ০৩ ভাগ) ও ১০ হাজার ২০ জন নারী (৩৫ দশমিক ৯৭ ভাগ) রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৭১ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা এক দশমিক ৭১ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৮ ভাগ।
Discussion about this post