হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৪০ নার্সকে মিডওয়াইফারি শিক্ষক সংযুক্তিতে পদায়ন দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অধিদপ্তরের শিক্ষা শাখার অতিরিক্ত সচিব সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নলিখিত সিনিয়র স্টাফ নার্সদেরকে মূল কর্মস্থল থেকে নামের পার্শ্বে বর্ণিত নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে মিডওয়াইফারি শিক্ষক হিসেবে সংযুক্তিতে পদায়ন করা হলো।’
‘এমতাবস্থায়, বর্ণিত নার্সিং কর্মকর্তারা মূল কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ পূর্বক আগামী ৭ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে মিডওয়াইফারি শিক্ষক হিসেবে যোগদান করবেন,’ বলা হয় অফিস আদেশে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post