হার্টবিট ডেস্ক
সারাদেশের সব প্রান্তের রোগীদের প্রধান আশ্রয়স্থল হলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ফলে বিভিন্ন অঞ্চলের রেফার্ড করা রোগীরা আসেন দেশের সবচেয়ে বড় এই হাসপাতালে। অথচ এই হাসপাতালেই নেই স্ট্রোক ইউনিট।
গত বছর এই হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব চালু করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন। কিন্তু এক বছর পার হয়ে গেলেও স্ট্রোক ইউনিট চালু করা যায়নি দেশের সাধারণ মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য এই হাসপাতালে। ফলে রোগীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন।
আন্তরিকতা সত্ত্বেও প্রযুক্তির আনুকুল্যের অভাবে আগত রোগীদের স্বাস্থ্যসেবা দিতে না পারায় বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা।
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে আজ বুধবার (২৭ অক্টোবর) ঢামেক হাসপাতালে আয়োজিত এক কর্মশালায় এই আক্ষেপ করেন তারা।
ঢামেকের নিউরোসায়েন্স বিভাগের আরেক সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন অপারেশন লাগবে এমন ১০ জনের বেশি স্ট্রোকের রোগী আসেন এই হাসপাতালে। তবে দুই-তিনজনের সার্জারি করা সম্ভব হয়। আমরা চাই ১০ জনকেই সময়মতো সার্জারি করাতে। কিন্তু সেই সুবিধা এই মুহূর্তে নেই। স্ট্রোক রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও স্টেপ ডাউন ইউনিট (এসডিইউ) অনেক বেশি প্রয়োজন। তবে ঢামেকে এখনো বসানো সম্ভব হয়নি। এটা দ্রুত সময়ের মধ্যে বসানোর ব্যবস্থা নিলে দুর্ভোগ কমবে।’
নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হোসাইন চৌধুরী বলেন, ‘রোগীর সঠিক সময়ে চিকিৎসা নিশ্চিতে নিউরোলজি বিভাগে একটি আইসিইউ ইউনিট খুলতে হবে। এতে অনেক রোগীর জীবন বাঁচানো সম্ভব হবে। এ জন্য সবার মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।’
দেশে প্রতি চারজনে একজন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন জানিয়ে নিউরোলজি বিশেষজ্ঞরা বলেন, সচেতনতার মাধ্যমে এ রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।
অনুষ্ঠানে জানানো হয়, উন্নত দেশগুলো স্ট্রোকের সমস্যা কাটিয়ে উঠলেও নিম্ন এবং মধ্যআয়ের দেশে এটি ভয়াবহ আকার ধারণ করছে। দেশে প্রতি চারজনে একজন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন, যা আগে ছিল প্রতি ছয়জনে একজন।
বক্তারা বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন মানুষের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। বাংলাদেশে নারীদের তুলনায় পুরুষরা অধিক হারে এ রোগে আক্রান্ত হচ্ছেন। অধিকাংশ সংসারে তারা উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় এ রোগের কারণে অর্থনীতিও চরম হুমকির মুখে পড়ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্ট্রোকে আক্রান্ত হওয়ার অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস। এ থেকে সুরক্ষার জন্য দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্ট্রোকে আক্রান্ত হলে বা লক্ষণ দেখার ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে। তাহলেই চিকিৎসার মাধ্যমে তাঁকে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা সম্ভব হবে।
স্ট্রোকে আক্রান্ত হলেও ভয় না পাওয়ার পরামর্শ দিয়ে তারা বলেন, বিশ্বব্যাপী স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর আট কোটি মানুষ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
বক্তারা আরও বলেন, মস্তিষ্কে রক্ত চলাচল কমে গেলে ও অক্সিজেনের ঘাটতি দেখা দিলে মস্তিষ্কের কোষগুলো মারা যেতে শুরু করে। একে স্ট্রোক বলা হয়। স্ট্রোক দুই প্রকার। একটিকে বলে ইসকেমিক স্ট্রোক। এক্ষেত্রে মস্তিষ্কে রক্ত চলাচল কমে যায়। সাধারণত রক্তনালীর ভেতর জমাট বাঁধা রক্তপিণ্ড এ সমস্যা করে থাকে। মোট স্ট্রোকের ৮০ শতাংশই এ ধরনের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, ডিএমসির উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজের অ্যানেস্থশিয়ার অধ্যাপক ডা. মো. মোজাফফর হোসেন, ঢামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. দেবেশ চৌধুরী তালুকদার।
Discussion about this post