হার্টবিট ডেস্ক
ভারতে দৈনিক করোনা সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বুধবার প্রায় এক হাজার বেড়েছে। যদিও তা ১৫ হাজারের নিচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৫১ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪২ লাখ ১৫ হাজার ৬৫৩ জন
আক্রান্ত কম থাকলেও গত কয়েক দিনে ভারতে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। এই মৃত্যুর সিংহভাগই হচ্ছে কেরালায়। গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছে ৫৮৫ জন। এর মধ্যে কেরালায় মৃত্যু হয়েছে ৪৮২ জনের। বাকি সব রাজ্যেই দৈনিক মৃত্যু নিয়ন্ত্রণেই রয়েছে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু ছাড়া সব রাজ্যেই তা দশের কম।
দৈনিক সংক্রমণ অধিকাংশ রাজ্যেই আগের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে। কেরালায় তা নেমেছে সাত হাজারের ঘরে, মহারাষ্ট্রে হাজারের ঘরে। তামিলনাড়ুতে তা হাজারের ঘরে থাকলেও কর্নাটক এবং অন্ধ্রপ্রভারতে ৫০০-র নিচে নেমেছে। তবে দুর্গাপূজার পর থেকে পশ্চিমবঙ্গে সংক্রমণ কিছুটা হলেও বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮০৬ জন। মিজোরামে আগের থেকে কমলেও দৈনিক সংক্রমণ হাজারের নিচে নেমেছে।
সংক্রমণ কম হওয়ায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৫ কমে ভারতে এখন সক্রিয় রোগী রয়েছে ১ লাখ ৬২ হাজার ৬৬১ জন।
ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪২ লাখ ১৪ হাজার ৮৬৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৬৮৪ জনের।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ৯৭ হাজার ৭১৯ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ৯৩২ জনের।
সূত্র: আনন্দবাজার।







Discussion about this post