হার্টবিট ডেস্ক
দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের গতি আরো বৃদ্ধির জন্য প্রতিদিন ১০ লাখ ডোজ করোনা টিকা দেয়ার পরিকল্পনা করেছে সরকার। এর আওতায় আগামী মাস ( নভেম্বর ) থেকে প্রতিদিন ১০ লাখ ডোজ করে টিকাদান করা হবে বলে জানানো হয়েছে।
বর্তমানে দিনে ৫ লাখ নাগরিককে টিকা দেয়া হচ্ছে। তবে ২০২২ সালের এপ্রিল মাসের শেষ নাগাদ ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। এর আওতায় প্রতি মাসে ৩ থেকে সাড়ে ৩ কোটি মানুষকে টিকা দানের পরিকল্পনা আছে। সম্প্রতি কয়েক মাস ধরেই দেশে টিকা সরবরাহেও বেশ গতি লক্ষ্য করা যাচ্ছে।
এ নিয়ে, স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, টিকাদান কর্মসূচি জোরদার করতে সরকার ৯ কোটি সিরিঞ্জ কিনেছে। এগুলো দেশে আসতে শুরু করবে আগামী মাস থেকেই। এছাড়া, আগামী এপ্রিলের মধ্যে আরও ৬ কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, এখন পর্যন্ত বিভিন্ন কোম্পানির সব মিলিয়ে ৮ কোটি ৮২ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। পাশাপাশি, প্রায় ৪ কোটি ২ লাখ মানুষ অন্তত এক ডোজ ও প্রায় ২ কোটি ৫ লাখ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন।
উল্লেখ্য, এখন পর্যন্ত প্রায় ১০ কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। এর মধ্যে সিনোফার্মের আছে সাড়ে ৭ কোটি এবং ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন রয়েছে।
এ ছাড়া, কোভ্যাক্স থেকে সাড়ে ১০ কোটি ডোজ সিনোফার্ম এবং সিনোভাক ভ্যাকসিনের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। তাই আগামী ৬ মাসে আরও ১৮ কোটি ডোজ টিকা দেয়া সম্ভব হলে আরও ৯ কোটি মানুষ ফুল ভ্যাকসিনেটেড হবে। আর এর মাধ্যমে মোট জনসংখ্যার ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা অর্জন হবে আগামী বছরের এপ্রিলের শেষেই।
Discussion about this post