হার্টবিট ডেস্ক
আঞ্চলিক কেন্দ্র স্থাপনের জন্য চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও যশোর শহরগুলোতে জমি খুঁজছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিপিএসের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও যশোর শহরগুলোতে কমপক্ষে ৪০ ফুট রাস্তা সংলগ্ন প্রতিটি শহরে এক একর করে জমি ক্রয় করা হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জমি বিক্রয়ে আগ্রহী মালিকদের (জমির প্রকৃত মালিক/পাওয়ার অব অ্যাটর্নি প্রাপ্ত) শতাংশ প্রতি জমির বিক্রয় মূল্য উল্লেখপূর্বক জমির তফসিল, দলিলের ফটোকপি, পর্চা (সিএস, আরএস, এসএ), মহানগর জরিপ (যদি থাকে), বিক্রয়যোগ্য জমির পরিমাণ, মৌজা ম্যাপ, বিক্রয়যোগ্য জমির স্কেচ বা লে-আউট নকশা, চৌহদ্দি, মোট মূল্য ও সংশ্লিষ্ট কাগজপত্র আগামী ১৫ নভেম্বরের মধ্যে সীলগালা অবস্থায় সরাসরি কলেজের প্রশাসন বিভাগে রক্ষিত বক্সে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। জমিটি নিষ্কন্টক হতে হবে।’
Discussion about this post