হার্টবিট ডেস্ক
১০ অক্টোবর দেশে পালিত হলো স্তন ক্যানসার সচেতনতা দিবস।সচেতনতার এই মাসে বন্দরনগরী চট্টগ্রামের ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে বিশিষ্ট ব্রেস্ট ও কোলেরেক্টাল সার্জন ডা: নাজমুল নাহার (শম্পা), এফসিপিএস( সার্জারী), সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল(ইউএসটিসি) একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন।২৭ অক্টোবরের এই ক্যাম্পে নারীদের স্তন ক্যানসার শনাক্তকরণে বিনামূল্যে স্ক্রিনিংকরা হবে।
এ প্রসংগে ডা: নাজমুল নাহার বলেন, “দেশে সব ধরনের ক্যানসারের মধ্যে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে স্তন ক্যানসার তৃতীয় অবস্থানে। নারীরাই বেশি এই ক্যানসারে আক্রান্ত হন। গত বছর এই ক্যানসারে আক্রান্ত ১৩ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশে। মৃত্যুহারের দিক থেকে স্তন ক্যানসার চতুর্থ। অথচ যথাসময়ে শনাক্ত হলে ও চিকিৎসার ব্যবস্থা নিলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব।
যেসব মা সন্তানকে বুকের দুধ পান করান না, কম বয়সে বিয়ে ও সন্তান ধারণ করলে, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে, অতিরিক্ত ওজন, ধূমপান ও তামাক গ্রহণ করলে এবং যাঁদের পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস রয়েছে, তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি। এসব ক্ষেত্রে লক্ষণ দেখা না দিলেও নিয়মিত স্ক্রিনিং করা উচিত।ক্যানসার প্রতিরোধ এবং ক্যানসার শনাক্তের মাধ্যমে প্রথম ধাপে চিকিৎসা শুরু করে রোগীর জীবন বাঁচানোর জন্য স্ক্রিনিং খুবই গুরুত্বপূর্ণ।”
জনসংযোগ কর্মকর্তা মামুন সিদ্দিক জানান, ২৭ অক্টোবর বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কর্মসুচীতে থাকছে ফ্রি স্ক্রিনিং ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং সিবিসি, আলট্রাসনোগ্রাম, ম্যামোগ্রামসহ প্রয়োজনীয় টেস্ট সমূহের উপর বিশেষ ছাড়!
রেজিস্ট্রেশনের জন্য ০১৮৮৬-৬১০১১৬ নম্বরে ফোন করতে হবে।
Discussion about this post