হার্টবিট ডেস্ক
নগরীর দেওয়ানহাট এলাকা থেকে আমির-ই-আজম খাঁন (৫৩) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করে র্যাব। গত রোববার রাত পৌনে আটটার দিকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা এবং ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ডবলমুরিং মডেল থানায় সোপর্দ করে র্যাব।
গ্রেপ্তার হওয়া আমির-ই-আজম খাঁন কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন দৌলতপুর গ্রামের মৃত বজলুর রহমান খাঁনের ছেলে। তিনি সিআরবি এলাকায় বসবাস করতো বলে জানিয়েছে পুলিশ। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, রোববার রাতে দেওয়ানহাট এলাকা থেকে আমির-ই-আজম খাঁন নামের ওই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।
সে ফার্মেসি খুলে দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা দিয়ে রোগী ও তাদের স্বজনদের প্রতারিত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। ডবলমুরিং থানার ওসি আবুল কাশেম ভুইয়া বলেন, র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ভুয়া চিকিৎসককে সোমবার সকালে মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
Discussion about this post