হার্টবিট ডেস্ক
রাশিয়ায় ২৪ ঘণ্টা খোলা থাকবে টিকাদান কেন্দ্র। করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিলো দেশটির কালিনিনগ্রাদ প্রদেশ।
ক্যাফে-রেস্তোঁরা, সিনেমা হল, যাদুঘরে প্রবেশের ক্ষেত্রে কিউআর কোড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। তাই টিকা গ্রহণের জন্য রীতিমতো হুড়োহুড়ি লেগে গেছে। নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র ছাড়াও শপিং মলগুলোয় টিকাদানের ব্যবস্থা করেছে প্রশাসন।
সোমবারও (২৫ অক্টোবর) প্রদেশটিতে নতুনভাবে ৩৬৭ জনের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। সংক্রমণ ছড়ানোর দিক থেকে রাশিয়ার ৩৫টি অঞ্চলের মধ্যে এই প্রদেশের অবস্থান ১৪।
এছাড়া, স্থানীয় গণমাধ্যমের হিসেব অনুসারে দৈনিক ১৪ থেকে ২০ জনের মতো রোগী মারা যাচ্ছেন সেখানে। হাসপাতালগুলোর মাত্র ২০০ আইসিইউ সিট খালি রয়েছে। বাধ্য হয়েই করিডোর এবং ক্যান্টিনের মেঝেতে দেয়া হচ্ছে জরুরি সেবা। বিস্তার কমাতে নভেম্বরের ৭ তারিখ পর্যন্ত ‘নন ওয়ার্কিং ডেইজ’ ঘোষণা করেছে পুতিন সরকার।
Discussion about this post